মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

সামাজিক সংগঠন জীবনমুখী ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা শাখার উদ্দোগে এই কর্মসূচি পালিত হয়। রবিবার (০৫-০৯-২০২১) সংগঠনটির ডাকে কালীগঞ্জ ইউনিয়নের শালমারা প্রাথমিক বিদ্যালয়ে মৃণাল কান্তি দাস (ডি.এম.এফ) ও রেজাউল করিম (ডি.এম.এফ) প্রায় ১৫০ জন রোগী দেখেন। তারা জানান, অঞ্চলটি কিছুদিন যাবৎ পানিবন্দি হয়ে পড়ায় অনেকেই পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের সবাইকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র দেয়া হয়েছে।

উক্ত সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন বলেন, জীবনমুখী ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাড়ানোর চেষ্ঠা করেছে। তারই অংশ হিসেবে এই আয়োজন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আবু সাঈদ জানান, জেলার নাগেশ্বরী উপজেলার বিভিন্ন অঞ্চলে মানুষ দীর্ঘদিন যাবৎ বন্যার পানিতে আটকা রয়েছে। তাদের জন্য পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় ঔষধের জোগান জরুরী। আমরা জীবনমুখী ফাউন্ডেশনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্ঠা করছি এবং করবো।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আবু সাঈদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম পিয়াল, শিশু বিষয়ক সম্পাদক জাহিদ হাসান মেহেদী সহ সংগঠনটির আরও কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

তারা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আরডিআরএস, বেরুবাড়ি শাখার সহযোগিতায় এই কর্মসূচিটি সফল করা সম্ভব হয়েছে।