ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার ( নিড) এর আয়োজনে ২ দিন ব্যাপী কুশন, গহনা, পাটজাত পণ্য সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে নারীদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে ।

 

বুধবার বিকেলে শহরের কলেজ পাড়া এলাকায় এই নারী উদ্যোক্তাদের হাতে সার্টিফিকেট বিতরণ করা হয় ।

 

উদ্যোক্তা পরিবারের পরিচালক সানজিদা শারমিন সেতুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিসিক ঠাকুরগাঁও উপ-ব্যবস্থাপক মোঃ নুরেল হক , বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্যরা।

 

এসময়ে আমন্ত্রিত অতিথিরা তাদের এই কর্মকান্ডের স্বাগত জানান সেই সাথে তাদের পাশে থেকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।