নাহিদ ইসলাম স্টাফ রিপোর্টার ; বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় রংপুর শহরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন রংপুরের কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগ কর্মী আসমা উল হুসনা ( মোনালিসা)।
বুধবার বিকেলে শহরে কয়েকটি পয়েন্টে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণে এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল রহমান চৌধুরী (মিথুন)। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সালমান জিহান, আল-শাহরিয়ার মেহেদি, মেহেদি হাসান জিম৷
ঢামেক ছাত্রলীগের নেত্রী আসমাউল হুসনা মোনালিসা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে আমার নিজ এলাকা রংপুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করি।
ভবিষ্যতে একজন ছাত্রলীগের কর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।