ঈদ উপলক্ষে ঠাকুরগাঁও পানি উন্নয়ণ বোর্ড অফিসার্স কল্যাণ সমিতি

রংপুরের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে পানি উন্নয়ণ বোর্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জেলার অসহায় ও দরিদ্রদের মাঝে পাঁচশতাধিক মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করে পানি উন্নয়ণ কর্তৃপক্ষ।

বস্ত্র বিতরণের সময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক পশ্চিম রিজিয়ন বাপাউবো ঢাকা জ্যোতি প্রসাদ ষোষ, ঠাকুরগাঁও পাউবো’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগন।

এসময় প্রধাণ অতিথি বলেন, পানি উন্নয়ণ বোর্ড অফিসার্স কল্যাণ সমিতি বরাবরই ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। এবারো আমরা চেস্টা করেছি ঠাকুরগাঁওয়ের

পাঁচশতাধিক মানুষকে বস্ত্র দিয়ে সহায়তা করতে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। ঈদে নতুন কাপড় পেয়ে খুশি দরিদ্ররা।