নিজস্ব প্রতিবেদক | মনিরামপুরঃ মনিরামপুর উপজেলা ১৩ নং খানপুর ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে প্রায় ১০ বছর আগে সরকারি ভাবে নির্মাণ করা হয় ৪০ পরিবারের জন্য একটা আবাসিক এলাকা, স্থান করে দেওয়া হয় আশে পাশের গ্রামের প্রান্তিক পর্যায়ের কিছু অসহায়দের,

আশ্রয়ন তৈরি হবার পর থেকে নতুন পর্যায়ে খোজ খবর নিতে দেখা যাই স্থানীয় জনপ্রতিনিধিদের কিন্তু যত দিন যাই ততই অবহেলার জালে জড়াতে দেখা যাই আশ্রয়নের পরিবারগুলো এরই মধ্য পার্শ্ববর্তী ভরতপুর গ্রামে সংগঠিত হয় একটি অরাজনৈতিক রক্তদান “প্রান্তিক রক্তদান” সংগঠন।

সংগঠনের প্রতিষ্ঠাতা করেন ভরতপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে বি এম নাজমুল আলম (সোহেল)।

সার্বিক দায়িত্ব থেকে কার্যক্রম পরিচালনা করেন একই গ্রামের রেজওয়ান,আব্দুর রউফ,জিন্নাতুন নাহার(খুকু)সহ অসংখ্য যুবসমাজ।

ঈদ-উল ফিতরকে সামনে রেখে,

“প্রান্তিক রক্তবন্ধন” ভরতপুর সংগঠন গোবিন্দপুর আবাসিক প্রকল্পের ৪০ পরিবারের মাঝে সেমাই, চিনি,বাদাম,কিচমিচ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।