মনিরামপুর উপজেলা ১৩ নং খানপুর ইউনিয়নে ভরতপুর গ্রামে সাম্প্রতিক সংগঠিত “প্রান্তিক রক্তবন্ধন” নামে একটি অরাজনৈতিক রক্তদান সংগঠন গড়ে উঠে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বি এম নাজমুল আলম(সোহেল) এর নেত্রীতে, সংগঠনের অসংখ্য সদস্যদের সম্মিলিত ভাবে আর্থিক সহযোগিতায় গত,

১০ এপ্রিল (সোমবার) ২৭ রমজানে সংগঠনের পক্ষ থেকে গোবিন্দপুর আশ্রয়ন প্রকল্পসহ ভরতপুর গ্রামের ২০০ অসহায় পরিবারের মাঝে সেমায়, চিনি, বাদাম, কিচমিচ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

বিতরণকালে প্রতিষ্ঠাতা পরিচালক বি এম নাজমুল আলম(সোহেল) বলেন আমরা শুধু রক্ত দিয়েই মানুষের পাশে দাঁড়ায় না, সময়ে অসময়ে গ্রামের প্রান্তিক পর্যায়ের নিন্মবিত্ত, অসহায় মানুষের মাঝে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকি আর এ সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে।