প্রায় ৪০০ কিঃমিঃ পথ পাড়ি দিয়ে প্রথম ধাপে প্রায় তিন লক্ষ+ টাকার খাবার নিয়ে আজ ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থার টিম সিলেটে ছুটে যাবে।


সারাদিন শুকনো খাবার এর প্যাকেটিংয়ের এর কাজ চলেছে। এখন আমরা প্রস্তুত আল্লাহ হেফাজত করুন সকলকে।

প্যাকেটের বিবরণঃ টোটাল প্যাকেট=৫০০

প্রতিটি প্যাকেটে থাকছে ১০ টি করে আইটেম।
১। মুড়ি= ১ কেজি
২। চিড়া=২ কেজি
৩। গুড়= ১কেজি
৪। পানি=২ লিটার
৫। স্যানিটারি ন্যাপকিন=১ প্যাকেট
৬। বিস্কুট=১ কেজি
৭। ফিটকিরি= ২৫০ গ্রাম
৮। স্যালাইন=১০ টা
৯। মোমবাতি= ১ প্যাকেট (১২টা প্রতি প্যাকেটে)
১০। গ্যাস লাইটার= ১টি

দ্বিতীয় ধাপের জন্য এখনো কালেকশন চলমান, সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার জন্য আহবান রইলো সাহায্য পাঠাতে-
যোগাযোগ করুন : ০১৯৯৯২৬০১৫০
☞ বিকাশ : ০১৮৪১৯৯৩১৯৫
☞ ব্যাংক একাউন্ট :
Foodbanking Khulna kollyan Songhostha
A/C : 15636000139
ব্যাংক এশিয়া (বড় বাজার শাখা খুলনা)