অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে খুলনা ব্ল্যাড ও ফুড গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও করোনা মহামারীতে কর্মহীন ও অসহায় মানুষকে ইফতার সামগ্রী ও ঈদ পোষাক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (০৬মে) বিকাল ৫ টায় উপজেলা বেতাগা গার্লস স্কুলে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সর মিষ্টার দাশ’র সঞ্চালনায় এবং বেতাগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মলেন্দু দেবনার্থ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব স্বপন দাশ।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আনিছুর রহমান, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিহ্মক জনাব প্রদ্যুৎ কুমার দাশ, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিহ্মক জনাব নিখিল রঞ্জন দেবনার্থ, আব্দুল্লাহ হেল তকী, সংগঠনের অর্থ সম্পাদক আন্নি রহমান, প্রচার সম্পাদক সাকিবুল্লাহ, শরিফুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী অতনু চৌধুরী (রাজু), শ্রাবনি, কাজী খলিল, সাদিক, সালমা খাতুন, জান্নাতুল ফারিয়া, তানজিনা আরফিন, মোঃ হোসাইন শেখ প্রমূখ।
এ সময় ৫০ জন কে খাদ্য সহায়তা, ২৫ জন কে বস্ত্র প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।