মোঃ শাহীনুর আলম, কুমিল্লা প্রতিনিধি: “মিলেমিশে থাকবো আদর্শ সমাজ গড়বো”এই শ্লোগান কে কেন্দ্র করে “ফুলতলী ভূইয়া বাড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশন” তাদের ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সমাজকে।
তারই ধারাবাহিকতায় গত ২৯ রমজান ফুলতলী ভূইয়া বাড়ি সম্মিলিত যুব সমাজ কতৃক মাওলানা রুহুল আমিন এর সভাপতিত্বে আয়োজিত ৩০০ জনের ইফতার পার্টিতে মসজিদে ইহেতেকাফ রত মুসুল্লি এবং মসজিদের ইমাম মোয়াজ্জেমদের ঈদ উপহার প্রদান করেন ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সদস্যরা মনে করে এতে করে ভবিষ্যতে রামজান মাসে মুসলিম ব্যক্তিগন বিশেষ করে যুবকরা অধিক ইবাদাতের প্রতি উৎসাহিত হবে।
একই সাথে প্রত্যেক বছরের ন্যয় পবিত্র ঈদ- উল -ফিতরের দিন যুবকদের খেলাধুলার আয়োজন করে সকল যুবকদের মধ্যে একটি আনন্দময় দিন পালনের সহায়ক ভূমিকা পালন করেন এবং পুরস্কার প্রদান করেন।
ফাউন্ডেশনটি নিজেদের কার্যক্রম বৃদ্ধির জন্য দানশীল ব্যক্তিদের সহযোগিতা এবং পরামর্শ চান। তারা তাদের এলাকার পাশাপাশি দেশের জন্য কাজ করতে চায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।