বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিমলায় মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচার
নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী):
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা উপলক্ষে নীলফামারী জেলা শাখা ও ডিমলা উপজেলা শাখার উদ্যোগে ডিমলা উপজেলায় দিনব্যাপী সচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩- এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় এই কর্মসূচি শুরু হয়। শুরুতে ডিমলা থানা থেকে অনুমোদন নিয়ে ডিমলা থানা সদরে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কর্মসূচীতে নীলফামারী জেলা প্রধান স্বেচ্ছাসেবক মোঃ সেকেন্দার আলী বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী পরিচালক শামসুল ইসলাম, ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছালাম, উক্ত সংগঠনের জেলা শাখার সহ প্রধান স্বেচ্ছাসেবক মোঃ আলাল উদ্দিন, আব্দুর রহিম বাদশা, আশরাফুল আলম আশরাফ, সন্তোষ কুমার রায় সহ জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবকগণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।