ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, দেশে গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করেছে।
সারাদেশে গ্যাসের সংকট বেড়েই চলছে। বাসা-বাড়ীতে গ্যাস থাকে না বললেই চলে। এমতাবস্থায় শিল্পখাতে গ্যাসের দাম পৌনে দু’শ ভাগের বেশি বাড়ানোর ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের মূল্য আবারও বাড়ানোর চেষ্টা হচ্ছে। এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য আরেক ধাপ বাড়বে। ফলে জনগণের দুর্ভোগ আরও প্রকট হবে। এমনিতেই মানুষ অর্থনৈতিক সংকটে নিপতিত। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া সাধারণ জনগণের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হবে।
বিদ্যুৎ খাতের ভুলনীতি ও দুর্নীতির দায় আবারও জনগণের ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎখাতে ব্যয় বৃদ্ধি, ভর্তুকি প্রত্যাহার ও মূল্য সমন্বয়ের নামে আরেক দফা মূল্যবৃদ্ধির চেষ্টা জনগণকে দুর্ভোগে ফেলে লুটেরাদের পকেট ভারী করার চেষ্টা হচ্ছে। লুটেরাদের স্বার্থ রক্ষা করে জনগণকে কষ্টে ফেলে দেয়ার কোন মানে হয় না।জনসাধারণের কথা বিবেচনায় নিয়ে পবিত্র মাহে রমজানের পূর্বে সকল কিছুর মূ্ল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরে নিয়মিত মাসিক সভা নগর সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন পরিচালনায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন, আলহাজ্ব শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, মোঃ শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, আলহাজ্ব মারুফ হোসেন, হাফেজ খায়রুল ইসলাম, ক্বারী জামাল হেসেন প্রমুখ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।