রাকিব রিফাত: যদি প্রস্তুত থাকে কমপক্ষে দুইজন রক্তদাতা তাহলে নিশ্চিত থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চিয়তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের কেন্দুয়া-কালিবাড়ীতে বিয়ের অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিপা বিশ্বাস ও শুভ বিশ্বাস এর শুভ বিবাহ উপলক্ষে বুধবার দিনব্যাপী আয়োজিত “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়” কর্মসূচিতে প্রায় দুইশো জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত রক্তদান সংগঠনের উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম আসাদ,রাসেল হোসাইন,হারুন মল্লিক নীল,ইউসুফ আহমেদ সুমন,রফিকুল ইসলাম,রিদয় আহমেদ,আবু সালেহ টিপু সুলতান,আয়শা আক্তার আশা,জুই সহ প্রমুখ।

বিয়ে বাড়িতে উপস্থিতিদের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে আমাদের রক্তের গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো কিনা সেটাও শিখিয়েছে”।

এসময় নবদম্পতিরা বলেন, আমাদের বিয়েতে অনেক মানুষ আসেন।এসময় ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি রক্তদাতা সংগঠনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে। তার থেকে আমরা সবাই আমাদের রক্তের গ্রুপ জানতে পারি।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন বলেন,আমরা দিপা ও শুভ’র বিয়ে উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি। মূলত মানুষকে সচেতন করতে আমাদের এমন কার্যক্রম । আজ আমরা প্রায় দুইশো জনের রক্তের গ্রুপ নির্ণয় করেতে সক্ষম হয়েছি। বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপের প্রয়োজন হচ্ছে। মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না।  এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছি। মানুষকে সচেতন করতে  আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।