মোঃ শামসুর রহমান হৃদয়,
গাইবান্ধা প্রতিনিধিঃ
“আমাদের গাইবান্ধা” সংগঠনটি গাইবান্ধার যুবকদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সময়ে তারা নানাভাবে মানুষের সেবা করে এবং সাহায্যের হাত বাড়ায়। করোনাকালীন সময়ে এই যুবকেরা গাইবান্ধার বিভিন্ন স্থানে সাহায্য নিয়ে পৌছে যায়। তারই অংশ হিসেবে এবং পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে গত ২৮ এপ্রিল গোবিন্দগঞ্জের মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমে তারা পৌছে যায় অভাগা সেসব পিতামাতার সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে। বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধদের সন্তানরা বেশির ভাগই প্রতিষ্ঠিত। এর পরও তাদের ঈদ করতে হয় বৃদ্ধাশ্রমে। তবুও দীর্ঘ দিন ধরে বৃদ্ধাশ্রমে ঈদ পালন করেছেন অসংখ্য সুবিধাবঞ্চিত বাবা-মা। আর এই বিশেষ দিনটিতে হতাশা আর শূন্যতা নিয়ে সন্তানের স্মৃতি হাতড়ে বেড়ান বৃদ্ধাশ্রমে থাকা এসব মানুষ। করোনায় তাদের খাওয়া দাওয়াই কষ্টকর হয়ে দাঁড়ায়। ঈদ এর আনন্দ শুধুই কল্পনাই থেকে যেত। সংগঠন এর সদস্যদের এই প্রচেষ্টায় হাসি ফুটবে বাবা মা দের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।