এসএম তাজাম্মুল: যশোরের মণিরামপুরে ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ,বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন(উই) প্রকল্পের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১১ই এপ্রিল সকাল ১০:৩০মিঃ এ উপজেলা হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার,উপজেলা সমাজ সেবা অফিসার রোকনুজ্জামান, মোস্তফা কামাল উপসহকারী প্রাণী সম্পদ কমিশন, মোঃ তারিকুল ইসলাম উপজেলা সমবায় কর্মকর্তা,শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উলশী সৃজনী সংগের ৭০-৮০জন সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় উই প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ আনিছুজ্জামান নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও নারী-পুরুষের সাবলম্বী এবং সংগঠনের উদ্যগে সচেতনতা বৃদ্ধিতে মণিরামপুর সহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
উক্ত কর্মশালার সার্বিক তত্বাবধানের দায়িত্বপালন করেন উই প্রকল্পের মণিরামপুর উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর সোনিয়া বিশ্বাস।