নিজস্ব প্রতিনিধি: বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ১৯ এপ্রিল ২০২৩ শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় নিসচার সদস্যসচিব এস এম হাফিজুর রহমান ও যুগ্ন আহবায়ক মোঃ শামসুজ্জামান এর নেতৃত্বে মনিরামপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডের চালকদের নিয়ে সড়কে দুর্ঘটনা রোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মনিরামপুর শাখার সদস্য সচিব এস এম হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ভূমিকা অপরিসীম, সড়ক আইন মেনে রাস্তায় চলাচলের জন্য আহ্বান করছি সর্বস্তরের জনগণকে।
যুগ্ম আহবায়ক শামসুজ্জামান বলেন, নিরাপদ সড়ক চাই ও চালকদের মাঝে এক মেলবন্ধনের মাধ্যমে সড়কে দুর্ঘটনা রোধকল্পে আমাদের এগিয়ে যেতে হবে। চালক ও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর মাইক্রো চালক শ্রমিক সমিতির সভাপতি ইসানুর রহমান সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সহ-সভাপতি ভুট্টো ও শ্রমিক নেতা কামরুল হাসান প্রমুখ।
মতবিনিময় শেষে সচেতনতামূলক হ্যান্ডবিল, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।