যশোর মণিরামপুর উপজেলার খাদাপাড়া ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের হতদরিদ্র পরিবারের পিতৃহীন মেয়ে নাম সুরাইয়া খাতুনের আগামী ১০ ফেব্রয়ারী পারিবারিক ভাবে বিবাহ দিন ধার্য হয়।
মৃত আ: মান্নানের পরিবারের আর্থিক অবস্থা অত্যান্ত খারাপ হওয়ায় দূরচিন্তায় পড়ে যায় সুরাইয়া মা ও অন্য সদস্যরা।ঠিক তখনই দিঘীরপাড় গ্রামের মানবিক সবুজের নিকট বিষয়টি জানতে পারে মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুরশিদ হাসান ইমন সহ সংগঠনের সদস্যরা।ততক্ষণিক ১০ ফ্রেব্রয়ারী শুক্রবার সাকাল ১১ টায় ছুটে যান সুরাইয়ার বাড়িতে এবং নগত অর্থ তুলে দেন বিবাহের কার্যাদী সম্পন্ন করতে।
উল্লেখ্য সুরাইয়া পরিবারের আয়ের উৎস কোন পুরুষ সদস্য না থাকায় গ্রামের সকল মানুষের সহায়তায় ও বিভিন্ন সামাজিক সংগঠন থেকে সার্বিক সহযোগিতা করেছেন বলে জানান মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন ও মানবিক সবুজ হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।