![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/bd-মনিরামপু.jpg)
বঙ্গবন্ধু মূরাল ও শহিদ মিনার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
বঙ্গবন্ধু মূরাল ও শহিদ মিনার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ চলছে ভাষার মাস “ফেব্রুয়ারি” ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে “বিডি ক্লিন” এর এক ঝাক তরুন-তরুনীর সমন্বয়ে মনিরামপুর উপজেলা শহীদ মিনারে আজ শনিবার সকাল ১১টায় পরিছন্নতার ক্যাম্পেইন করছে সংগঠনটি।
এক দিকে শীতের রুক্ষতা কে কাটিয়ে প্রকৃতি যখন সেজে উঠেছে, অন্যদিকে বসন্তের বাতাসে ভেসে আসে সেই ৫২’এর শহীদদের মায়ের কান্নার ধ্বনি।
যাদের জন্য আমি আর আপনি নিজের ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি। তাদের জন্যই “বিডি ক্লিন তারুণ্য” আরও বেশি অনুপ্রাণিত হচ্ছে।
সরেজমিনে বিডি ক্লিন এর মনিরামপুর উপজেলা সমন্বায়ক আরিফ ফয়সাল (অন্তর)জানান,৫২ তে বাংলা ভাষার দাবি আদায়ের জন্য সেজেছিল রাজপথ।
সেই শহীদদের ত্যাগের স্মরণে পরিচ্ছন্নতায় সেজে উঠেছে”মনিরামপুর উপজেলা শহীদ মিনার”পূর্বের তারুণ্যের উত্তরসূরি আমরা। আমরাই গড়ব পরিচ্ছন্ন সোনার বাংলা। এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা তাদের সম্মানে প্রতিদিন আমাদের সচেতন থাকতে হবে। এ সময় মণিরামপুর উপজেলা টিমের সমন্বয়ক আরিফ ফয়সাল(অন্তর), মহিব, মেহবুব, সাকিব, শরিফ, দিয়া, মারুফ, ঐশি, তামিমা, তিষা, তুষা, অপি, কাইয়ুম, তানভির, ইয়াসিন, নাহিদ, হাবিব প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।