মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় দরিদ্র ও অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে উপজেলা যুবলীগের নেতাকর্মী বৃন্দ।

মঙ্গলবার (৪ঠা এপ্রিল) উপজেলা সদরের বাঔজানী গ্রামের দরিদ্র কৃষক মোঃ শরাফত খান করোনার মহামারিতে ধান কাটার জন্য শ্রমিক না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। পরে তিনি উপজেলা যুবলীগের সভাপতি শওকত বিপ্লব রেজা বিকোর শরনাপন্ন হন। তিনি মহম্মদপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার ঘোপ বাওড় মাঠে ওই দরিদ্র কৃষকের ৮৫ শতক জমির ক্ষেতের ধান কেটে দিয়েছেন।

মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শওকত বিপ্লব রেজা বিকো এ ধান কাটার উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দরিদ্র ও অসহায় কৃষকের ধান কেটে দিতে মহম্মদপুর উপজেলা যুবলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।দেশকে সমৃদ্ধিশীল করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে আমরা যুবলীগ অগ্রণী ভুমিকা পালন করব ইনশাআল্লাহ। দরিদ্র কৃষক শরাফত খান তার প্রায় ১ পাখী(৮৫ শতক) জমির ধান কাটার শ্রমিক না পেয়ে আমাকে সহযোগিতার কথা বললে আমি তাকে আশ্বস্ত করি।ফলশ্রুতিতে আমার যুবলীগের নেতাকর্মীদের সাথে পরামর্শ করে তার ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নিই।এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

এ বিষয়ে কৃষক শরাফত মিয়া বলেন,আমি ধান কাটার শ্রমিক না পেয়ে বিকো স্যারের কাছে জানায়।তাছাড়া আমার কাছে মাঠের ধান কেটে আনার মত টাকাও ছিলোনা।যুবলীগের ছেলেরা আমার ধান কেটে দেওয়াতে অনেক উপকার হয়েছে। আমি জন(শ্রমিক) নিয়ে এই ৮৫ শতক জমির ফসল কাটতে গেলে অনেক টাকা লাগতো।এখন এক টাকাও লাগলো না।যুবলীগের ভাইদের আমি ধন্যবাদ জানায়।আল্লাহ উনাদের মঙ্গল করুক।