আকাশ রহমান স্টাফ রিপোর্টারঃ

১ (এপ্রিল) রোজ শুক্রবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার গরিব-দুঃখী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ দেওয়াকে কেন্দ্র করে প্রস্তুতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গিন্নীদেবী আগরওয়ালা মহাবিদ্যালয়ের হল রুমে। 

উক্ত অনুষ্ঠানে, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি তুখলেফুল মিয়াদ এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাহফুজ আলম এর সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি আকাশ রহমান (সাংবাদিক), প্রচার সম্পাদক, তাজনিম জান্নাত বাপ্পি, মহিলা বিষয় সম্পাদক শাহিনুর আক্তার, কার্যকারী সদস্য, এস কে শুভ, জীবন আহমেদ, মিলন হক, স্মৃতি আক্তার, সাদিয়া আক্তার, তাজফিয়া স্মৃতি, আমানুল্লাহ হক। 

এছাড়া ও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্র কমিটির সভাপতি ইউসুফ জালাল, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক, আবু রায়হান সহ প্রমুখ।