সারাবিশ্ব আজ মহামারী করোনার কারণে থমকে আছে, চারিদিকে শুধু লাশের মিছিল।

এরই মাঝে মরার উপর খারার ঘা হয়ে উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনজনিত কারণে পটুয়াখালী জেলা মির্জাগঞ্জে নদী -খালগুলোতে পানি লবনাক্ত হয়ে গেছে আর এরি কারনে ডায়েরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে প্রকটভাবে। এরই মধ্যে গত এক সপ্তাহে ১৪জনের অধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই রোগ।

সাথে সাথে দেখা দিয়েছে আইভী স্যালাইন সংকট এই স্যালাইন সংকটকে পুজি করে
কিছু সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ী জীবন রক্ষাকারী কলেরা স্যালাইন স্টক করে ৭০-৮০টাকার স্যালাইন ২৫০টাকা থেকে ৪০০ টাকাতেও বিক্রি করছে শুনেছি অসহায় রোগীদের কাছে,ঠিক এই ক্রান্তিলগ্নে মা ও মাটির টানে মির্জাগঞ্জের অসহায় ডায়রিয়া রোগীদের পাশে দাঁড়িয়েছে সুদূর আমেরিকায় বসবাসরত

(হাবিব রায়ান ও দিলরুবা কলি)
দুই সমাজসেবক।তারা ব্যক্তি গত তহবিল থেকে মির্জাগঞ্জে ডায়রিয়া আক্রান্ত সকল রোগীদের মাঝে ফ্রি আইভী স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছেন,ইতিমধ্যে ১৫ শত’র বেশি স্যালাইন বিতরণ করা হয়েছে, স্যালাইন বিতরণী কাজে স্বেচ্ছায় শ্রমদিয়ে যাচ্ছে এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী, সম্পূর্ণ ফ্রি কলেরা স্যালাইন, খাবার স্যালাইন, ইমারজেন্সী ঔষধ ও প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছে তারা।

১ নং মাধবখালী ইউনিয় স্বেচ্ছাসেবী টিমের প্রধান মোঃজাকারিয়া মাহমুদ প্রিন্স বলেন
মির্জাগঞ্জের মানুষের পাশে বরাবরের মতোই কাজ করে যাবে তারা।

আমেরিকা বসবাসরত সমাজসেবক হাবিব রায়ান ও দিলরুবা কলি জানান মির্জাগঞ্জে ডায়রিয়া নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের কার্যক্রম চলমান থাকবে।