মানিক হোসেন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার হায়াতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছেন উন্নয়ন সমাজসেবা সংঘ ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদের স্মরণ করা হয়েছে।
ঐ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা। তারপর মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোহনগঞ্জ মসজিদের ইমাম রুবেল হক। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল হাবিবুর রহমান, উন্নয়ন সমাজসেবা সংঘের সভাপতি জাহিদ হাসান, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক হারুনর রশীদ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।