আবু রায়হান (নিজেস্ব প্রতিবেদক) ১০ তারিখ সকাল ১০ ঘটিকার সময় যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন থেকে সামান্য কিছু আর্থিক সাহায্য তুলে দেই সেই ছোট্ট সামিয়ার পরিবারে কাছে, ৪ বছরের বাচ্চাটির নাম সামিয়া, বাবা হতদরিদ্র ভ্যানচালক মোঃ রুবেল হোসেন বাসা যশোর জেলা, শার্শা উপজেলার কন্যাদহ গ্রামে।

গত ৩ দিন আগে সে কুকুরের কামড়ে গুরুতর আহত হলে তাৎক্ষনিকভাবে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরবর্তীতে কর্তব্যরত ডাঃ তাকে খুলনা মেডিকেলে স্থানন্তর করেন।

এই অবস্থায় বাচ্চাটির অবস্থা আশংকা জনক ও সঠিক সময়ের মধ্যে তার চোখের চিকিৎসা নাহ হলে সামিয়ার একটি চোখ অন্ধ হয়ে যাবার আশংকাজনক বলে খুলনার ডাঃ জানিয়েছেন গরীব পরিবারের পক্ষে তার এই চিকিৎসা ব্যয় বহন করা খুবই কষ্টকর এবং মেয়ে এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছে তার ভ্যান চালক বাবা।এমন সময়ে যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর এক ঝাঁক স্বেচ্ছাসেবী হাট-বাজার এবং বিভিন্ন জায়গা থেকে টাকা আদায় করে তার চিকিৎসার জন্য সামান্য টাকা তুলে দিলেন।

যে সকল ভাই বোন ও সহযোদ্ধাদের যারা সামিয়ার চিকিৎসার জন্য এগিয়ে এসেছিলেন শুধু বলবো দোয়া করি সারাজীবন এভাবেই মানুষের পাশে থেকে যান সবাই।