২২শে এপ্রিল পবিত্র রমজান মাস উপলক্ষে যশোর ফুড ব্যাংক এবং যশোর ব্লাড ব্যাংক নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহাফিল আয়োজন করা হয়।
যশোরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ২০০+ মানুষের মাঝে ইফতারি তুলে দেয় সংগঠনের সদস্যবৃন্দরা। ২০১৬ সাল থেকে শুরু করে প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী মুলক কাজ করে থাকে সংগঠনটি-যেমন জরুরি মুহূর্তে মুমূর্ষ রোগীকে রক্তদান,শীতের সময় অসহায় পথশিশু মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতন মূলক ক্যাম্পিং করে থাকে সংগঠনটি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ হাসান,ভারপ্রাপ্ত সহ-সভাপতি আল রাব্বি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল ফাহাদ, সাবেক অর্থ সম্পাদক দেব রায়,ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, আরও উপস্থিত ছিলেন সাবিক হোসেন সাহস, তাসামুল হক রিজভী, এম এম শাওন কবির, রুবায়েত, আবু রায়হান, আব্দুর রহমান রাজা, মাহফুজুর রহমান, আবু তাহলা রাজু, মুজাহিদুল ইসলাম সুমন, সোহাগ হাওলাদার, রাকিব হাসান, আশিকুজ্জামান, শিহাব, রাহাতসহ অনেকই।
ইফতার ও দোয়া মাহফিল সুন্দর ভাবে পরিচালনা করার জন্য যশোর ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।