যশোরে এনসিসি ব্যাংক ও বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার যৌথ সহোযোগিতায় ২৯শে ডিসেম্বর ২০২২ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার বসুন্দিয়া জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ে এ শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসএসসি ২০২২ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের সকল শ্রেনীর বার্ষিক পরীক্ষায় উর্তীর্ন ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিবেকের সভাপতি ওবায়দুল ইসলাম অভির সভাপতিত্বে ও বিবেকের উপদেষ্টা কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, মূখ্য আলোচক ছিলেন, এনসিসি ব্যাংক যশোর শাখার ব্যাবস্থাপক তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, বিবেকের উপদেষ্টা ও শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল আলিম, জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী ও অত্র বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন, এনসিসি ব্যাংকের ডেপুটি হেড (ফিনানশিয়াল ইনক্লুশন) আরিফ হাসান, ফিনানশিয়াল ইনচার্জ আনিকা নুজাথ, ফিনানশিয়া লিট্যারেসি ইনচার্জ রাকিব হোসেন, জনতা ব্যাংকের সাবেক এজিএম আব্দুল করিম, জঙ্গলবাধাল মডেল স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, সহ-সভাপতি আশিকুর রহমান টনি, দপ্তর সম্পাদক এ্যান্টনি দাস অপু, উপ- দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম,সদস্য জহুরুল ইসলাম, খন্দকার তরিকুল ইসলাম, ইমাম হাসান রুবেল, খন্দকার তরিকুল ইসলাম, অমল কৃষ্ণ পালিত প্রমুখ। এছাড়াও সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।