নিজস্ব প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত
ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন ও শান্তি সম্প্রীতির আহবানে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় মণিরামপুর উপজেলা পরিষদের সামনের মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সুজন_ সুশাসনের জন্য নাগরিক ও পিএফজি(পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) মণিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিএফজির পিস এ্যাম্বাসেডর ও জাসাস নেতা আসাদুজ্জামান রয়েল।
নিরাপদ সড়ক চাই মণিরামপুর উপজেলা কমিটির সদস্য সচিব ও পিএফজির সদস্য এস.এম হাফিজুর রহমানের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুজনের উপজেলা কমিটির সভাপতি ও পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন,পিএফজির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এড. মুজিবর রহমান, পিএফজি’র সদস্য অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, প্রভাষক হাসিনা আকতার কাকলী, সুজন উপজেলা কমিটির সদস্য গৌতম ঘটক, সদস্য শামছুজ্জামান, হাবিবুর রহমান নয়ন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।