সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য জোবায়ের মাতুব্বর প্রমুখ।

নতুনধারার নেতৃবৃন্দ শোক বিবৃতিতে বলেন, শেখ খলিফা মুসলিম বিশ্বে স্মরণিয় হয়ে থাকবেন তাঁর কাজের জন্য।

আশা করি পরবর্তী প্রেসিডেন্ট শেখ খলিফার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি সারা বিশ্বে প্রকৃত ইসলামী দর্শন-আদর্শ-নীতি বাস্তবায়নে নিবেদিত থাকবেন।