১লা মে শ্রমিক দিবসে তীব্র গরমে সাধারন মানুষের মধ্যে পিরোজপুর সনাতনী স্বেচ্ছাসেবী টিম,বরিশাল এর পক্ষ থেকে বিশুদ্ধ জল ও সরবত বিতরন।
উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় টিম লিডার শ্রী তুর্জয় বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন রাজীব সাহা,উজ্জ্বল সাহা,জয় সিকদার,তন্ময় সিকদার,আকাশ মিস্ত্রী,সচীন দেব,অন্তিম সাহা, অমিত সাহা,সাজু চৌধুরী,জয় সাহা, স্বর্না দাস,তমা দত্ত,লাবনী হালদার,বর্ষা চৌধুরী,ঐশ্বরীয়া হালদার,সুজয় সাহা,অর্ঘ সাহা,তনয় দত্ত সহ আরো অনেকে। তাদের সকলের বক্তব্যই ছিলো সবার উপর মানবতা।তারা ভবিষ্যৎ এ সব সময় মানুষের পাশে এভাবেই থাকতে চায়। তারা সাধারন মানুষকে জল ও সরবত সেবা দিতে পেরে অত্যান্ত আনন্দিত।সাধারন মানুষ তাদের কার্যক্রমে খুশি হয়ে আশীর্বাদ করেন যাতে করে তারা মানুষের পাশে সব সময় থাকতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।