মোঃ রাশিদুল ইসলাম | শ্রীপুর(মাগুরা)প্রতিনিধিঃ কৃষক বাঁচলে বাঁচবে দেশ তবে মোদের সোনার বাংলাদেশ।গণমানুষের নেতা মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ভাইয়ের ও বাংলাদেশ যুবলীগের সুয্যেগ্য চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নিখিল ভাইয়ের দিকনির্দেশনা ধান কাটা হচ্ছে। মাগুরা জেলা যুবলীগের তত্বাবধানে আজ দারিয়াপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম কামালের উদ্যেগে ঘশিয়াল গ্রামের অসহায় কৃষক শুনিল মন্ডলের ৯০ শতাংশ জমির ধান কেটে দেওয়া হলো।

করোনা ভাইরাসের কারনে চলতি মৌসুমে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিলে তারা এই উদ্যেগ গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সর্বস্তরের যুবলীগ নেতাকর্মীরাসহ আরো অনেকেই।

দরিদ্র কৃষক জানান শুনিল মন্ডল জানান,আমি ধান কাটতে পারছিলাম না। ধান জমিতে পেকে গেছে কিন্তুু কাটার জন্য শ্রমিক পাচ্ছি না।যুবলীগ নেতাকর্মীরা আমার ধান কেটে দেওয়ার ফলে আমার বেশ উপকার হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে তারা মানুষের পাশে থাকতে পারে।

যুবলীগ নেতা মাসুম কামাল দৈনিক কালি কমলকে বলেন, আমারা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃষকের পাশে আমরা থাকবো।যারা শ্রমিকের অভাবে ফসল কাটতে পারছে না তারা শুধু আামাকে জানালে আমরা নেতাকর্মী নিয়ে ফসল কেটে ঘরে তুলে দিয়ে আসবো ইনশাআল্লাহ।