মো:শামসুর রহমান হৃদয়  |  গাইবান্ধা প্রতিনিধিঃ সংগঠনটির সকল সদস্যদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোভিট-১৯ মহামারী পরিস্থিতিতে প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার কার্যক্রম এর আওতায় গাইবান্ধা সদরের বিভিন্ন এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, দুধ, চিনি, লবন, সাবান ও বিভিন্ন মসলা । উপহার সামগ্রী রাতের আধারে অসহায় ও কর্মহীন মানুষের বাসায় পৌছে দেয় “সাম্যে’র গাইবান্ধা”-র সেচ্ছাসেবকরা।

এসময় গঠনটির সক্রিয় সদস্য মাসুদ, আলম, জয়, মিলন, হিমন, হিমেল,আশিক, রনি, রবিন, মুকুট, জীবন , সোহাগ, আতিক সহ আরো অনেকে উপস্থিত ছিলো

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার প্রত্যয়ে ২০২০ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। ২১ জন‌ শিক্ষার্থীর মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরম্ভ হয়ে বর্তমানে ১০০০ হাজার সদস্যের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

করোনা মহামারীতে জনগণকে সচেতন করা, কয়েকদফা ত্রান বিতরণ, অসহায়দের রক্ত যোগান, ধর্ষণ প্রতিরোধ সহ সামাজিক বিভিন্ন ইস্যুতে সচেতন করা, তরুণ সমাজের মেধা বিকাশে সহযোগিতা কার্যক্রম এই সংগঠনের আওতায় অব্যাহত আছে।