মোঃ আফসার সোহাগ, দিনাজপুর: রক্তের অভাবে ঝরতে দিবো না একটিও প্রাণ সেচ্ছায় রক্তদান করে বাঁচাবো মোরা মুমুর্ষ রোগীর প্রাণ এই প্রতিপাদ্য কে সামনে রেখে

স্বাধীনতা’র সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে বোচাগঞ্জ ব্লাড ডোনেশন ক্লাব এর উদ্যোগে ড্রিম লাইফ এসোসিয়েশন দিনাজপুর এর সার্বিক সহযোগিতায় সেতাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়,সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও ফ্রি ডেন্টাল চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে তিন শতাধিক মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করেন এছাড়াও দুই শতাধিক মানুষের ফ্রি ডেন্টাল চেক আপ কারা হয়। গত কাল সকাল ১০ ডাঃ আবুল বাসার মোঃ সাইদুজ্জামান
সাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর বোচাগঞ্জ, দিনাজপুর ছন্দা রানি

উপজেলা নিরবাহি অফিসার বোচাগঞ্জ, দিনাজপুর উক্ত ক্যাম্প উদ্বোধন করেন।
ডাঃ আবুল বাসার মোঃ সাইদুজ্জামান বলেন এই ধরনের ক্যাম্প বেশি বেশি করতে হবে কারণ এই ধরনের ক্যাম্প থেকে অনেক অসহায় ও দরিদ্র মানুষের অনেক উপকৃত হয় তাছাড়া অনেক মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে জরুরি অবস্থা রক্তের প্রয়োজন হয় যদি একজন তার রক্তের গ্রুপ না জেনে থাকেন তাহলে রক্ত দিবেন কী ভাবে। তিনি আরো বলেন এই ধরনের ক্যাম্পে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো‌। উক্ত ক্যাম্পে ডেন্টাল সার্জন হিসেবে উপস্থিত ছিলেন: ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ মোঃ মনজুর আলম,ইব,ডি,এস(রাজ) টেইন্ড ইন এসে্টিক ডেন্টিস্ট্রি,চিফ কনসালট্যান্ট, দিনাজপুর ডেন্টাল জোন।

ডাঃ মোঃ মনজুর আলম বলেন এই ধরনের ক্যাম্প করে যেমন মনের একটি তৃপ্তি পাই ঠিক তেমনি অসহায় ও দরিদ্র মানুষ উপকৃত হন।তাই এই ধরনের ক্যাম্পে আমাকে যারা এনেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরো বলেন এই ধরনের ক্যাম্পে আমার সহযোগিতা সবসময় থাকবে। উক্ত ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন ড্রিম লাইফ এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ ইমরান আলী, সাধারণ সম্পাদক মোঃ কারিমুল ইসলাম,মোঃ সাকিল ইসলাম রিদয়
আহবায়ক, বোচাগঞ্জ ব্লাড ডোনেশন ক্লাব
জাহিদ খান সপ্নিল যুগ্ন আহবায়ক, বোচাগঞ্জ ব্লাড ডোনেশন ক্লাব,ইব্রাহিম অন্তর, নাহিদ নিলয়, সাজেদুর রহমান সাকিব সহ সংগঠনের সদস্য বৃন্দ। মোঃ সাকিল ইসলাম রিদয় বলেন ড্রিম লাইফ এসোসিয়েশনকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তারা আমাদের পাশে সবসময় ছিলেন তারা আমাদের পাশে না থাকলে আজ এই ক্যাম্প বাস্তবায়ন করতে পারতাম না। সর্বশেষ বোচাগঞ্জ ব্লাড ডোনেশন ক্লাব এর পক্ষ থেকে ডাঃ মোঃ মনজুর আলম কে সন্মাননা ক্রেস্ট দেওয়া হয়।(ইনসেটে)