হেযবুত তওহীদ সদস্য মোঃ সুজন হত্যার বিচারের দাবিতে জয়পুরহাট জেলায় জনসংযোগ করেছে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদ।
.
হেযবুত তওহীদ পাবনা জেলা কার্যালয়ে সন্ত্রাসী হামলায় আহত ১০ জন সদস্য ও নিহত সুজন হত্যার বিচার ও এ ঘটনায় জড়িতসহ উস্কানিদাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সদস্যবৃন্দরা জনসংযোগ করেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী নেতৃত্বে, জয়পুরহাট জেলা সর্বস্তরের মানুষের সাথে জনসংযোগ করেন জেলা হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।