মণিরামপুর প্রতিনিধিঃ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শোক দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রভাতে মণিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে কলম কথা ফাউন্ডেশন(কেকেএফ)।
সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন কলম কথা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসময়ে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নাহিদ হাসান, প্রধান উপদেষ্টা সুমন চক্রবর্তী।
আরও উপস্থিত ছিলেন কলম কথা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হাবিবুল্লাহ হুসাইন, সাধারণ সম্পাদক মোঃ তহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন,দপ্তর সম্পাদক মোঃ এনামুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাথী চক্রবর্তী,মেডিকেল টেকনোলজিস মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি মোঃ আলামিন ইসলামসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।
প্রভাতফেরি ও পুষ্পার্ঘ্য অর্পণের পূর্বে নিজস্ব উদ্যোগে উপজেলা পরিষদের সামনে নিজস্ব কার্যালয়ে দেশাত্মবোধক গান বাজানো হয় ও ভাষা শহীদদের স্মরণে শোকসভা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।