সামাজিক স্বেচ্ছাসেবী কাজের মধ্য দিয়ে নিয়মিত রক্তদান করে অসহায় রোগীকে বাঁচাতে অসামান্য অবদান রাখায় আস্থা সবার জন্য সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে রক্তদাতা স্বীকৃতি সনদ পেলেন যশোরের মনিরামপুরের আবু রায়হান(সভাপতি মানবতার ব্লাড ফাউন্ডেশন)।

রক্তদান পারস্পারিক নিভর্রতার একটি কাজ,তাই এই কাজে যুক্ত হন এবং জীবন বাঁচান স্লোগানকে সামনে রেখে,

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস-২০২২ উদ্যাযাপন উপলক্ষে রক্তদাতাদের মাঝে সম্মাননা প্রদান কর্মসূচি আয়োজন করেন আস্থা সবার জন্য- সমাজ কল্যাণ সংস্থা, যশোর। উক্ত আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মবিনুর ইসলাম মবিন প্রকাশক ও সম্পাদক, দৈনিক গ্রামের কাগজ যশোর।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজী আলমগীর কবীর সুমন কাউন্সিলর ৫নং ওয়ার্ড যশোর, বিশেষ অতিথি হিসাবে ছিলেন এস এম তৌহিদুর রহমান তৌহিদ সাধারণ সম্পাদক প্রেসক্লাব যশোর,আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম শিমুল এস.এ.ভি.পি ও শাখা ব্যবস্থাপনা দি.সি.টি.ব্যাংক লিমিটেড যশোর,সাধন কুমার দাস প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্বজন সংঘ, যশোর।
সভাপতিত্ব করেন আস্থা সবার জন্য সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মেহেদী হাসান শিহাব।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি বৃন্দরা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। পরবর্তীতে প্রায় ১৬ টি সংগঠনের পাঁচজন করে রক্তদাতাকে রক্তদাতা স্বীকৃতি সনদ সহ গোল্ড মেডেল প্রদান করা হয়।

আবু রায়হানের স্বেচ্ছাসবী কাজে আসা ২০১৮ সালের যশোরের মনিরামপুরের পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা(FSDO) স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসেবে কাজ করা শুরু করেন তিনি। যার সার্বিক সহযোগিতায় নুরুল ইসলাম নাহিদ(প্রবাসী সাউথ আফ্রিকা) তারুণ্যের ছোঁয়ায় পরিবর্তন সোসাইটি নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির (সাংগঠনিক সম্পাদক) ও মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান।

তারুণ্যের ছোঁয়ায় পরিবর্তন সোসাইটির কেন্দ্রীয় পরিষদের দায়িত্ব পাওয়ার পর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠনটি ভালোবাসার পরিবার খুলনা বিভাগের ভিতরে নাম্বার ওয়ান করতে চাই। ২০১৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন স্বেচ্ছাসবী সংগঠনে কাজ করে আসছেন তিনি।

রক্তের প্রয়োজনে নিজ জেলা সহ বিভিন্ন জায়গার মানুষের জন্য কাজ করেন আবু রায়হান। তিনি জানান, এই কাজের জন্য প্রথমে তার পরিবার পছন্দ করত না কিন্তু এখন তাকে পরিবার সবসময় সাপোর্ট দেয়। এমনকি কারও রক্তের প্রয়োজন হলে তার মা সন্তানের ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন। এটিকে পরিবারের বড় সমর্থন হিসেবে দেখছেন তিনি।

অন্যদের রক্তদানে উৎসাহিত করার বিষয়ে তিনি বলেন, অন্যদের উৎসাহিত করার জন্য আমরা প্রথমে রক্তদানের উপকারিতাগুলো রক্তদাতাদের সামনে তুলে ধরি।

একজন মানুষের রক্তের প্রয়োজন, তারা রক্ত পাচ্ছে না- এ অবস্থায় মানুষের কষ্টগুলো তাদের সামনে যখন তুলে ধরি একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন ছাত্র হিসেবে অবশ্যই তারা রক্তদানে উৎসাহিত হয়। অনেকেই নিয়মিত রক্তদান করে এবং অনেকেই আর্তমানবতার সেবায় সরাসরি কাজ করার জন্য আমাদের প্লাটফর্মে যুক্ত হয়।