কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় গাল-গাইডস এসোসিয়েশন আত্রাই,নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশ গাল-গাইডস এসোসিয়েশন আত্রাই নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়।
মঙ্গলবার সকালে অত্র স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিশনার,গাল গাইড এসোসিয়েশন,নওগাঁ নিলীমা জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসারের সহ ধর্মিনী তাবাচ্ছুম ইকতেখারুল,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান,একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, শিক্ষিকা পারভীন আকতার প্রমূখ।স্কুল গভনিং বডির সদস্যবৃন্দ,শিক্ষক,কমচারী ও শিক্ষকবৃন্দ। এ অনুষ্ঠানে তিন ষাট জনকে দীক্ষাদান এবং সনদ বিতরন করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন জোবা রানী ঘোষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।