মোঃ ইফাজ খাঁ- মাধবপুর: বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল ১০ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট পর্যন্ত মিছিল করেন বিক্ষোব্ধ নেতাকর্মীরা। গণঅধিকার পরিষদ হবিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক এডভোকেট আব্দুল মালেক হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
তিনি বলেন, বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধি অতিসত্বর স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনতে হবে এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। অন্যতায় জনতার ক্ষমতা জনতাকে ফিরিয়ে দিতে হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আবুল হোসেন জীবন। এছাড়াও বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম, এডভোকেট নজরুল ইসলাম খান, শেখ লোকমান হোসেন, শেখ মামুন মিয়া, মোঃ রজব আলী, আব্দুল মন্নান, মুফতি আলাউদ্দিন, মোঃ শামসুল হক মালদার, মোঃ হিরা মিয়া, শেখ মোঃ মধু মিয়া, মোঃ আব্দুল মতিন, মাওলানা ফরিদ আহমদ, মোঃ মানিক মিয়া, ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, নারী নেত্রী মোছাঃ কাজল রেখা, নারী নেত্রী মোছাঃ মিশু আক্তার, মোঃ রাসেল আহমদ, মাহবুবুর রহমান, মাহদী হাসান, মাহমুদুল হক মুন্না, হান্নান পাটোয়ারী প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।