ইনামুল হক,স্টাফ রিপোর্টার: শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিভন্ন সামাজিক সংগঠন সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। তারই ধারাবাহিকতা বজায় রেখে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী পেশাজীবীসহ বিভিন্ন সমাজ সেবক সমস্ত বাংলাদেশে উদারতার নজির স্থাপন করেছেন তার মধ্যে মনিরামপুর উপজেলার হুমায়ুন কবির মুক্তা ফাউন্ডেশন এগিয়ে।
হুমায়ুন কবির মুক্তা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আসাদুজ্জামান ও পরিচালক রিয়াদ হোসেন নিজস্ব অর্থায়নে সবসময় সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্রদের পাশে দাঁড়ান তারই আলোকে মনিরামপুর উপজেলার বিভিন্ন গরিব দুঃখি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হতদরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন হুমায়ুন কবির মুক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান, পরিচালক রিয়াদ হোসেন সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, শীত নিবারনের বস্ত্র যার নেই, সেই জানে শীত কত কষ্ঠের। মানুষের কষ্ট লাঘবে স্বল্প পরিসরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় আমার একটি ক্ষুদ্র প্রয়াস। হত দরিদ্র অসহায় মানুষের পাশে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।