

শুক্রবার রাজধানীর নীলক্ষেতে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ভবনে ইন্ট্রাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১, বাংলাদেশ এর অর্ধশতাধিক ক্লাবের মধ্যে সারা দেশের সেরা ইন্ট্রাক্টদের রোয়ার ইন্ট্রাক্ট ডিস্ট্রিক্ট আ্যাওয়ার্ড – ২০২২ প্রদান করা হয়।
এ আ্যাওয়ার্ড প্রদান করেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ এর ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী,ডিআইসিসি তাহমিনা বেগম লাভলী, জেলা ইন্ট্রাক্ট রিপ্রেজেন্টেটিভ তাসফিয়া তাবাসসুম কোয়েলসহ রোটারিয়ানবৃন্দ ।
এবছর রোয়ার ইন্ট্রাক্ট ডিস্ট্রিক্ট আ্যাওয়ার্ডি হয়েছেন যশোরের তরুণ সংগঠক রোহিত রায়। রোহিত ইন্ট্রাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন এর অন্যতম ক্লাব ইন্ট্রাক্ট ক্লাব অব যশোর মিডসিটি’র সেক্রেটারির (২০২১-২০২২ ) দায়িত্ব পালন করছেন।
এছাড়াও সাংস্কৃতিক সংগঠন থিয়েটার ক্যানভাস এর সম্পাদক(সংগঠন), স্বেচ্ছাসেবী জাতীয় যুব সংগঠন বাংলার মেলা’র কেন্দ্রীয় সভাপতি সহ কালের কণ্ঠ শুভসংঘ, আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত সংস্থা সাইবার টিনস ফাউন্ডেশন এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই ইয়ুথ আইকন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।