ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর): জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত নিরোধে মঙ্গলবার সকাল ১০ টায় তালবীজ রোপণ করা হয়েছে।
বাংলাদেশ সেভ দ্যা ন্যাচার আফ জামালপুর জেলা শাখা ও আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন এর উদ্যোগে বকশীগঞ্জ- ধানুয়া কামালপুর সড়কে ৫ শ তালবীজ রোপণ করা হয়।
তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।
তালবীজ রোপণ কর্মসূচির উদ্যোক্তা ও সেভ দ্যা ন্যাচার জামালপুর ও শেরপুর জেলার সমন্বয়কারী হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, জামালপুর পল্লী বিদ্যু সমিজির বোর্ড সভাপতি মেসবাহ উল হক তুহিন, সেভ দ্যা ন্যাচার জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাছানুজ্জামান সজিব, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক শোয়েব আল হাসান সজল প্রমুখ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।