মোঃ শরিফ উদ্দিন, শেরপুর: প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। দেশব্যাপী এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন।

এই স্বেচ্ছাসেবী কর্মীরা শেরপুরের জি.কে পাইলট স্কুলে একযোগে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। শুক্রবার (৬ জানুয়ারি) জি.কে পাইলট স্কুলে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে একযোগে শতাধিক এই শীত বস্ত্র বিতরণ করে সংগঠনের কর্মীরা।

রূপসী শেরপুর স্বেচ্ছাসেবক জাদিদ জানান, প্রতিষ্ঠার পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে রূপসী শেরপুর। প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি।

শীতবস্ত্র বিতরণের বিষয়ে রূপসী শেরপুরে’র প্রতিষ্ঠাতা রুবেল মৃধা বলেন, শীত প্রতিবছর আসে গরিব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে কমই সামর্থ্যবান মানুষকে দাঁড়াতে দেখা যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনুভূতির মাত্রা ভিন্ন।

আমরা এবার পরিকল্পনা জি.কে পাইলট স্কুলে অধিক শীতপ্রবণ অ লের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছি কম্বল। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফুটবে অনেকের মুখে। করোনাকালীন সময়ে জনসচেতনাতা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করেছে রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন- জনাব, মোঃ ছামিউল হক, নির্বাহী প্রকৌশলী মহোদয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শেরপুর জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মোঃ মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, শেরপুর প্রেসক্লাব।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মোঃ রুবেল মৃধা, প্রতিষ্ঠাতা, রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন, শেরপুর জেলা। আরও উপস্থিত থাকেন- জনাব, আবু সাইদ, উপদেষ্টা, রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন। উপস্থিত থাকেন- জনাব, মোঃ নাজমুল হাসান, উপদেষ্টা, রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন। আরও উপস্থিত থাকেন বিভিন্ন উপজেলা থেকে আগত রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীগন।

শাহরিয়ার হাসান আরো বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়েছি। এই কার্যক্রম চালাতে ইচ্ছার উপদেষ্টামন্ডলী অনেকেই আর্থিক সহযোগিতা করেছেন। আমরা তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।