এন এম রায়হান(নিজেস্ব প্রতিবেদক): আজ সকাল ১০ টার দিকে চলশিয়া ইউনিয়নের আন্দা, ডুমুরতলা, ভেদভিটা সহ আশপাশ জলবদ্ধতার কারনে অসহায় ১৫০ পরিবারকে খাবার ও স্যালইন বিতরন করে।
গতমঙ্গলবার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের THO ডাঃ মাহমুদুর রহমান রিজভী ওই সব এলকায় পরিদর্শন করে তাদেরকে স্বাস্থ্য বিষয়ে অবগত করেন।
অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের এডমিন মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে ১৫০ পরিবারকে খাবার বিতারণ করা হয়।
ক্লাবের অন্য এডমিন মোঃ আল-মামুন বলেন জলবদ্ধতার কারনে জ্বর, কাশি, ঘা, প্যাচরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তাই উর্ধতন কর্মকর্তার অবগতি জানচ্ছি অতিদ্রুত পানি নিষ্কাশনের ব্যাবস্থা করা হোক, এসময় উপস্থিত ছিলেন মৌমাছির মধু সংগ্রহ সংগঠনের স্বেচ্ছাসেবক নাইম, রাকিব, মুন্না, রিফাত সহ অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের সেচ্ছাসেবী এস এম ইমরান, সাব্বির, হাসিব,, আলামিন, শান্ত, রুহুল আমিন, প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।