কালীপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় দিনব্যাপী পাঁচ পাহাড় কালী মন্দিরে মেলা অনুষ্ঠিত হয়েছে।

২০০ বছরের ঐতিহ্যবাহী এ মেলায় ঢল নামে নানা শ্রেণিপেশার মানুষের। নাগরদোলার পাশাপাশি হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বাজনার তালে তালে নাচছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ। ঐতিহ্যবাহী সহরাই নাচ মুগ্ধ করে দর্শকদের।

 

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের
বিশ্রামপুর গ্রামে পাঁচপাহাড় কালী এই পূজা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে ঐতিহ্যবাহী পাঁচ পাহাড় আনন্দ মেলায় দর্শনার্থিদের পচারনায় মুখোর হয়ে ওঠে। দিনব্যাপী এ মেলায় খেলনা সামগ্রী ও মিষ্টি মন্ডাসহ নানা রকম প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানীরা।

দূর-দূরান্তের মানুষের উপস্থিতি পরিনত হয় মিলন মেলায়।

কালীপূজার পরের দিনব্যাপী পাঁচ পাহাড় কালীমন্দির প্রাঙ্গণে এমন মেলার আয়োজন করা হয় বলে জানান পাঁচ পাহাড় মন্দির কমিটি।

মন্দির কমিটির সভাপতি ও উপজেলা মহাজোটের সাধারণ সম্পাদক প্রভাষক সুজন ঘোষের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ মাজাহারুল ইসলাম সুমন, হিন্দু মহাজোট জেলা সহ সভাপতি প্রভাষক কৃষ্ট মোহন সিংহ, বালিয়াডাঙ্গী উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি প্রভাত কুমার সাহা সহ অন্যান্য।


এ সময়ে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, ২০০ বছর আগে প্রতিষ্ঠিত এ পাঁচ পাহাড় কালীমন্দির মেলার আয়োজন হয়ে আসছে। প্রতিবারের ন্যায় এবারও সেটি করা হয়েছে। সবাই আন্দন নিয়ে এই দিনটি পালন করে থাকেন।

অনুষ্ঠান শেষে আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়ের ২৫০ জন নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।