ঠাকুরগাঁওয়ে বিশ্ব ভিসা প্রসেসিং সেন্টারের আয়োজনে বাংলাদেশ ডিজিটাল দিবস উপলক্ষে বিশ্ব ভিসা প্রসেসিং সেন্টারে নতুন সংযোজন ঘরে বসে সেবা গ্রহণ করুন।

আর নয় অপেক্ষা ও সময় ক্ষেপণ -“অপেক্ষার দিন শেষ” স্লোগানের আঙ্গিকে বিশ্ব ভিসা প্রসেসিং সেন্টারের নূতন সংযোজন “বিশ্ব এন্টারপ্রাইজ ডটকম” ভিজিট করুন, চাকরিজীবী সহ সকল ভিসা আগ্রহী প্রার্থীগণ ঘরে বসে যাবতীয় তথ্য আপলোড করুন।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ডিজিটাল দিবস উপলক্ষে বিশ্ব ভিসা প্রসেসিং সেন্টারের পরিচালক বিশ্বনাথ রয় ” www.bishowenterprise.com ” ওয়েব সাইটটির ফিতা কেটে উদ্বোধন করেন।

উদ্বোধন কালে তিনি বলেন, এ সাইটের মাধ্যমে বিদেশ ভ্রমণকারী ও চিকিৎসা গ্রহণকারীদের বড় ধরনের একটি সুযোগ সৃষ্টি হলো।

তিনি আরো বলেন দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার ফলে জনগণের সেবা গ্রহণ সহজ করার লক্ষ্যে আমি এই সাইটটি ওপেন করলাম।

এর ফলে ভিসা আগ্রহী প্রার্থীগণ আমার এ সাইডে ভিজিট করে যা সুবিধা পাবেন তা নিম্নে উল্লেখ করলাম।

www.bishowenterprise.com এর পরিচালক বিশ্বনাথ রায়

#ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত সকল তথ্য পাবেন।

#ভিসা ফাইল রেডি করার জন্য যাবতীয় ডকুমেন্টস বাসায় বসে আপলোড করে পাঠাতে পারবেন। এবং সকল তথ্য পাবেন এ ওয়েব সাইটে।

#ভারতীয় সকল ডাক্তারের এপয়েন্টমেন্ট সুবিধা পাবেন।

#আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান টিকিট বুক করতে পারবেন ।

#আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সড়কে এসি/নন এসি প্রাইভেট কার/মাইক্রোবাস বুকিং দিতে পারবেন।

#ভারতীয় সকল আবাসিক হোটেল বুকিং সুবিধা পাবেন।

#বিশ্ব প্রিন্টিং প্রেস এর সকল তথ্য পাবেন।

#পাসপোর্ট ও এনআইডি ভুল সংশোধনী তথ্য পাবেন।

#এ ছাড়াও আরো অনেক সুবিধা শীঘ্রই পাবেন বলে জানান তিনি ।পরে তিনি ভিসা সুবিধাভোগীদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে

তিনি www.bishowenterprise.com ভিজিট করার আহ্বান জানান।