দিনাজপুর পৌরসভায় হেপাটাইটিস- বি ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন

 

ভ্যাকসিন শুধু শিশুদের জন্য নয়, পরিবারের সবার জন্য এই প্রতিপাদ্যর আলোকে দিনাজপুর পৌরসভায় সাসকো গ্রুপের আয়োজনে হেপাটাইটিস- বি ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার দিনাজপুর পৌরসভায় সাসকো গ্রুপের আয়োজনে ও ভাওয়াল এসোসিয়েশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সার্বিক সহযোগিতায় হেপাটাইটিস- বি ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল। এসময় উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সানোয়ার হোসেন সরকার, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ, সাসকো গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আরিফ, চেয়ারম্যান মোঃ নাজমুল হক প্রমুখ।

হেপাটাইটিস- বি ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করার পরপরেই মানুষের মধ্যে হেপাটাইটিস- বি ভ্যাকসিন গ্রহনের আগ্রহ দেখা দিয়েছে।