৬ই জানুয়ারি ২০২৩ খুলনার পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের (২০২৩-২০২৭)সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদে ট্রাস্ট পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন, পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের সহকারী প্রধান সমন্বয়ক প্রজিৎ কুমার রায়, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিলন রায় চৌধুরী, কোষাধ্যক্ষ সুরজিৎ রায়, ট্রাস্টি বোর্ডে রয়েছেন এস এম মোজাম্মেল হক, এস এম বাবুল আক্তার, এস এম এনামুল হক, অসীম কুমার রায় চৌধুরী, দুলাল চন্দ্র বিশ্বাস, বিবেকানন্দ রায়, তপন কুমার রায়, নারায়ণ চন্দ্র বাছাড়, আব্দুল আজিজ গাজী, নুর আলী মোড়ল, কল্লোল কুমার মল্লিক, জগন্নাথ দেবনাথ, তৃপ্তি রানী রায় ও রিংকু স্বর্ণকার।
নবগঠিত কমিটির সভাপতি প্রজিৎ কুমার রায় তার বক্তব্যে মানবিক সংগঠনের সাথে যুক্ত হতে আগ্রহী হৃদয়বান মানবিক ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, ক্ষণস্থায়ী এই জীবনে আসুন দীর্ঘদিনের পুরাতন এই প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের সাথে সকলে যুক্ত হই এবং মানব সেবার মাধ্যমে নিজেকে ধন্য করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।