অয়ন সরকার, বিশেষ প্রতিনিধি ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ায় ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে পেশাজীবি সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের মাদারতলা বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করতে সার্বিকভাবে সহযোগিতা করে ইসলামী ব্যাংক মাদারতলা এজেন্ট শাখা কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন উক্ত ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ বিশ্বাস আখতার হোসেন ও সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ মোড়ল। সার্বিক দিক নির্দেশনা দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পী।

উক্ত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে কর্মরত ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকগণের মধ্যে ইয়াছিন মোল্লা, অয়ন সরকার,রাব্বানী বিশ্বাস এবং ইমরান। স্বেচ্ছাসেবকদের সার্বিকভাবে সহযোগিতা করেন উক্ত ব্যাংকের কর্মী সুদীপ্ত মিস্ত্রি। সারাদিন ব্যাপী দুইশত পঞ্চাশ জনের অধিক সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

আয়োজকরা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি করে থাকেন। এর মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় এর পর প্রত্যেককে কার্ড প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা যে কোনো সময় কারো প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকে।