শেখ মোস্তফা কামাল,কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) কেশবপুর উপজেলা জাতীয় পার্টি ও পৌর শাখার আয়োজনে উপজেলার প্রধান কার্যালয়ে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পার্টির কেশবপুর পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিশ্বাস মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক হাবিবুর রহমান হাবিব।
দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর বালিয়াডাঙ্গা মারকাজুল উমুল মাদ্রাসার হাফেজ মাওলানা ইউসুফ সাহেব।
দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত জনগনের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা ওবায়দুল ইসলাম, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম বাবু, সিরাজুল ইসলাম, আলামিন হোসেন, আবু মুছা, আইয়ুব আলীসহ উপজেলা জাতীয় পার্টি ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।