আজম খান,বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদর প্রদক্ষীন শেষে আলোচনা সভা।
এ উপলক্ষে যশোর জেলা কৃষকলীগের সহ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি এ্যাড: এম ইদ্রিস আলী ,বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সালেক,বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাস্টার আকতারুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
বক্তরা এসময় বলেন দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।