দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় ফরিদপুরের এমপি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাইকে গ্রেফতার করেছে ফরিদপুর পুলিশ। সোমবার (৭ মার্চ) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার খন্দকার মোহতেশাম হোসেন বাবর সাবেক উপজেলা চেয়ারম্যান। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপর সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খন্দকার মোহতেশাম হোসেন বাবর অর্থপাচার মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি।
দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন মোহতেশাম হোসেন বাবরের বিরুদ্ধে কাফরুল থানায় অর্থপাচার আইনে মামলা করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।