নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তারই দলের সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেছেন, তার সমর্থন কি খুব জরুরি আজকের আমাদের এ নির্বাচনে। তিনি একজন এমপি।
তিনি ইচ্ছা করলেও আসতে পারবেন না। আমরা নির্বাচনের মধ্যেই থাকি। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আইভী। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তৈমূরের অব্যাহতি প্রসঙ্গে আইভী বলেন, এটা একটা দলের কৌশল হতে পারে। এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এটা তাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তার সঙ্গে। তিনি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী। আমি এভাবেই শেষ পর্যন্ত লড়বো।
তিনি বলেন, স্থানীয় সরকারে কাজ করতে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। এখানে সব ধরনের চ্যালেঞ্জই আছে। এখানে আলাদাভাবে কিছু বলা যাবে না। যে কোনো কাজেই চ্যালেঞ্জ আছে।
আইভী বলেন, আওয়ামী লীগের মধ্যে কখনও বিভাজন ছিল না। তৃণমূল সব সময় একত্রিত ছিল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আওয়ামী লীগে কোনো বিভাজন নেই, আগেও ছিল না। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার কর্মী। আমাদের মতবিরোধ থাকতে পারে কিন্তু দিনের শেষে সবাই শেখ হাসিনার কর্মী।
তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এখানে কোনো উল্টা-পাল্টা হওয়ার সম্ভাবনা নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।