নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করায় ভোলার দৌলতখানে এক ইউপি সদস্য প্রার্থী কিটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল সোমবার তিনি নিজ বাড়িতে বসেই আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
তিনি বর্তমানে শঙ্কামুক্ত। এ ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইউপি সদস্য প্রার্থী মিলনের ভাই আরিফুর রহমান বলেন, সোমবার (৮ নভেম্বর) বিকেলে ৬নং ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার এসে নির্বাচন থেকে সরে যেতে বলে। তারা বলে,
ইউনিয়ন আ’লীগ থেকে বলা হয়েছে মিলন চৌধুরী নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার না করলে যদি কোনো সহিংসতা ঘটে তাহলে সে দায় ইউনিয়ন আ’লীগ নিবে না। এতে রাগে ক্ষোভে অভিমানে নিজের ঘরে ঢুকে জানালা বন্ধ করে কীটনাশক পান করেন। এসআই মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।